• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদার আদেশ বাতিল না হলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের হুমকি

  অধিকার ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, ১০:২৮
শিক্ষা
সংবাদ সম্মেলন (ছবি : সম্পাদিত)

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডে বর্ধিত চার শতাংশ চাঁদার আদেশ আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাতিল না হলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আমরণ অনশন ও কল্যাণ ট্রাস্টের অফিস ঘেরাও করার হুমকি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মো. কাওছার আলী শেখ।

শিক্ষক নেতাদের অন্যান্য দাবিগুলো হলো- দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের লক্ষ্যে আসন্ন ঈদের আগেই সরকারি শিক্ষকদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া জানান, শিক্ষক নেতাদের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই চাঁদার হার বৃদ্ধি করা হয়। এতে শিক্ষকরা মর্মাহত ও ক্ষুব্ধ। এর আগেও কয়েকবার চাঁদা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারি করেও তা স্থগিত করা হয়।

এ দিকে আগামী ২৫ এপ্রিল দেশের সব উপজেলা সদরে মানবন্ধন কর্মসূচি এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীদেরকে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড