• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুয়া আয়কর রিটার্ন দাখিল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন

  অধিকার ডেস্ক

২১ এপ্রিল ২০১৯, ১৮:০৫
প্রতীকী
ছবি : প্রতীকী

রংপুরের পীরগঞ্জের চেতনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যরঞ্জন রায়ের বিরুদ্ধে ব্যাংকে ভুয়া আয়কর রিটার্ন দাখিল করার অভিযোগ পাওয়া গেছে।

২০১৮ সালের নভেম্বর মাসে তিনি এই ভুয়া আয়কর রিটার্ন দাখিল করে ব্যাংক থেকে বেতন–ভাতার সরকারি অংশ উত্তোলন করেছেন বলে জানা যায়। পরে ঘটনাটি ধরা পড়লে ২০১৯ সালের মার্চ মাসে পীরগঞ্জ সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন–ভাতার সরকারি অংশ বন্ধ করে রাখেন।

সোনালী ব্যাংকের ওই শাখা থেকে জানা যায়, বিদ্যালয়টির শিক্ষক নুর আলমের আয়কর রিটার্ন দাখিল ফরমের ফটোকপি দিয়ে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক সত্যরঞ্জন রায় পীরগঞ্জ সোনালী ব্যাংক শাখা থেকে গত নভেম্বর মাসে নিজের বেতন–ভাতা উত্তোলন করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ভুল এবং সরলতার সুযোগ নিয়ে ওই শিক্ষক এই ঘটনাটি ঘটিয়েছেন। অভিযুক্ত সেই শিক্ষককে শোকজ করা হয়েছে বলেও জানান তিনি।'

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড