• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাল ভিসা বিক্রির দায়ে স্কুল শিক্ষিকা আটক

  অধিকার ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, ২১:৩৪
প্রতীকী
ছবি : প্রতীকী

বিদেশে পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নিয়ে জাল ভিসা বিক্রির ঘটনায় ঝালকাঠিতে শুক্লা হাওলাদার নামের এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে সদর উপজেলার কীর্ত্তিপাশা ডুমরি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষিকাকে।

২০১৪ সালে অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে মহিপুর থানার ফারুক সিকদার, মো. ইসমাইল, আবু সালে, মাসুদ খান ও সালাম হাওলাদারের কাছ থেকে ৬ লাখ করে মোট ৩০ লাখ টাকা নিয়ে জাল ভিসা সংগ্রহ করে দেন তিনি।

জাল ভিসার বিষয়টি বুঝতে পারার পর ওই ৫ জন তাদের টাকা ফেরত চাইলে বিভিন্ন রকমের টাল বাহানা শুরু করেন শুক্লা হাওলাদার। পরে ফারুক সিকদারের বাবা মো. আবু সিকদার বাদী হয়ে ২০১৫ সালে পটুয়াখালী যুগ্ম দায়রা জজ আদালতে এনআই অ্যাক্টে শুক্লা হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে মো. আবু সিকদারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগে পাল্টা মামলা করেন শুক্লা হাওলাদার।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) আবু তাহের বলেন, 'গ্রেফতার হওয়া শুক্লা হাওলাদারের বিরুদ্ধে এনআই অ্যাক্টের মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে শনিবার (২০ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড