• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি’

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৩

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত)

শিক্ষার মান ধরে রাখতে এবং উপযুক্ত ব্যক্তিকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ নিশ্চিত করতে নিবন্ধন সনদধারীদেরই প্রাধান্য দেয়া উচিত বলে জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথমবার শিক্ষা অধিদপ্তর পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। শিক্ষামন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য বিষয়ের সাথে বেসরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রসঙ্গে আলোচনা হয়। সভায় অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ সমস্যা সম্পর্কে জানতে চান মন্ত্রীরা।

শিক্ষা অধিদপ্তর সূত্রে জানান যায়, বিভিন্ন বেসরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং হাইস্কুলের প্রধান শিক্ষক এবং মাদরাসার সুপার ও কর্মচারী নিয়োগ এখনও পরিচালনা কমিটির হাতে রয়েছে বলে মন্ত্রীদের জানান অধিদপ্তরের কর্মকর্তারা।

তারা আরও জানান, ২০১৫ খ্রিস্টাব্দের অক্টোবরে এনটিআরসিএকে প্রভাষক এবং সহকারী শিক্ষকসহ এন্ট্রি লেভেলের সব পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এর জন্য গেজেট জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড