• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই ছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন মাদরাসা শিক্ষক

  অধিকার ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১১

মাদরাসা
ছবি : প্রতীকী

নোয়াখালীর মাদরাসা আরমান হোসেন ও রিয়াজ হোসেন নামের দুই ছাত্রকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছেন সেখানকার দুই শিক্ষক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। শিক্ষক আবুল কাসেম ও আবু বকর সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণির ওই দুই ছাত্রকে একটি কক্ষে আটকে নির্যাতন চালায়।

শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই তারা মাদরাসা ছেড়ে পালিয়ে যায়। আরমানকে শুক্রবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা। অপরদিকে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে রিয়াজ। আরমানের বাবা আজাদ হোসেন ২ শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, মঙ্গলবার ও বুধবার ওই মাদরাসার আবাসিক ছাত্রদের ৯টি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা বাক্সের তালা ভেঙে কে বা কারা নিয়ে যায়। এ ঘটনায় আরমান ও রিয়াজকে সন্দেহ করে। পরদিন সন্ধ্যায় একটি কক্ষে নিয়ে হাত-পা বেঁধে মারধর করলে তাদের চিৎকার শুনে অন্যান্য শিক্ষক ছুটে আসেন। তারা সালিশ বৈঠকের কথা বলে দুই শিক্ষার্থীর হাত-পায়ের বাঁধন খুলে দেন। এরপর অভিভাবকদের খবর দেয়া হয়।

আবুল কাশেম ও আবু বকরের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড