• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা প্রতিরোধে গ্রামে গ্রামে শিক্ষার্থীদের প্রচারণা

  নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২০, ১৭:৫৫
নীলফামারী
শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম (ছবি : সংগৃহীত)

নীলফামারীর ডোমারে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে নিজ উদ্যোগে গ্রামে গ্রামে প্রচারণা চালাচ্ছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া এলাকার শিক্ষার্থীরা।

‘আসুন সচেতন হই, অন্যকে সচেতন করি’ শিরোনামকে কেন্দ্র করে নীলফামারী জেলার ডোমার উপজেলার ৬ নম্বর পাঙ্গা মটুকপুর ইউনিয়নের এক ঝাঁক তরুণ করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।

তারা জানান, ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে গ্রামে এসে দেখি গ্রামের মানুষ যথেষ্ট অসচেতন। আমরা এই অসচেতনতা এবং গোঁড়ামি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাই স্থানীয় প্রশাসনের সহায়তায় ও নিজেদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণ ও মাইকিং করছি।

এ ব্যাপারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ ইসলাম বলেন, ‘যদি সুযোগ হয় তবে আমরা এই কার্যক্রম আরও বাড়াব। যাতে সকলকেই সচেতন করতে পারি। এই মহামারি আমাদের এলাকায় যাতে বিস্তার করতে না পারে সে চেষ্টাই করে যাব আমরা।’

আরও পড়ুন : হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল নজরুল কলেজ ছাত্রলীগ

ইউনিয়নের চেয়ারম্যান মো. এমদাদুল হক বলেন, ‘এটা আসলে মহৎ উদ্যোগ। আমরা যতদুর পারি সাহায্য ও সহযোগিতা করব। এলাকার মানুষ খুবই অসচেতন এই ভাইরাসের ব্যাপারে। যুবকরা নিজ উদ্যোগে সচেতনতা বাড়ানোর যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তার সাধুবাদ জানাই।’

উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার বলেন, ‘তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা সাহায্য ও সহযোগিতায় কোনো কার্পণ্য করব না।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড