• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দশম শ্রেণি পর্যন্ত কোনো বিভাগ থাকবে না : শিক্ষামন্ত্রী 

  নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২০, ২০:৪১
শিক্ষামন্ত্রী
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ( ছবি : সংগৃহীত)

নতুন কারিকুলাম অনুযায়ী দশম শ্রেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। নতুন কারিকুলাম বাস্তবায়িত হলে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘নোট-গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবে না। এইসব কেনার জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করা যাবে না। ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারি করা সম্ভব নয়। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সারা বিশ্বে সহায়ক বইয়ের প্রচলন আছে। তাই সহায়ক বই থাকতে পারে। তবে তা অনুমোদিত হতে হবে। শিক্ষা আইন প্রণীত হলেই এ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।’

এর আগে, পুরানবাজার ডিগ্রি কলেজ এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন : রাবিতে ‘আধুনিক মহাকাশ বিজ্ঞান’ শীর্ষক সেমিনার

এ সময় আরও উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড