• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে ‘আধুনিক মহাকাশ বিজ্ঞান’ শীর্ষক সেমিনার

  রাবি প্রতিনিধি

০৫ মার্চ ২০২০, ২০:০০
রাবি
সংবাদ সম্মেলন ( ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আধুনিক মহাকাশ বিজ্ঞান’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

স্পেস অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টারের (এসইআরসি) উদ্যোগে আগামী শনিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে সেমিনারের ব্যবস্থাপক আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেমিনারটি ৪টি গুরুত্বপূর্ণ অধিবেশন করে ভাগ করা হয়েছে। এতে ‘রিমোট সেন্সিং অ্যান্ড আর্থ অবজারভেশন’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখবেন বাংলাদেশ এসইআরসির প্রতিষ্ঠাতা ও সভাপতি মিঠুন কুমার, ‘বিগ ব্যাং কসমোলজি’ এর ওপর রাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

এছাড়া ‘হায়ার পারফরমেন্স কম্পিউটিং অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ’ বিষয়ক অধিবেশনে রাবি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস্ বিন তারিক এবং শেষ অধিবেশনে ‘টাইম স্পেস কারভেচার অ্যান্ড থিওরি অফ গ্রেভিয়েশন” বিষয়ে বক্তৃতা রাখবেন রাবির গণিত বিভাগের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য।

আরও পড়ুন : ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেয়ার

উল্লেখ্য, যে কোনো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষার্থী, অনুষদ সদস্যবৃন্দ এই সেমিনারে অংশগ্রহণ করতে পারবে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে সেমিনারে অংশ গ্রহণের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিবন্ধন আগামী মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত চলবে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড