• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমন্বিত ভর্তি পরীক্ষায় কারা থাকবে সে সিদ্ধান্ত ইউজিসির

  নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪২
সমন্বিত ভর্তি পরীক্ষা
কথা বলছেন শিক্ষা সচিব মাহবুব হোসেন (ছবি : সংগৃহীত)

সমন্বিত পদ্ধতির ভর্তি পরীক্ষায় কারা থাকবে আর কারা থাকবে না সেটি সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউজিসির সহযোগিতায় ঢাকার ব্রিটিশ কাউন্সিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মাহবুব হোসেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষা সচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তিপরীক্ষায় অংশ নেবে না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব বলেন, কেন্দ্রীয় ভর্তিপরীক্ষায় কারা অংশ নেবে বা নেবে না, না নিলে কী হবে এসব বিষয়ে কাজ করছে ইউজিসি। গত বছর সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। এবার কেউ কেউ না নিলেও অনেকেই তো নেবে। যারা নেবে না, তারা পরেরবার নেবে।

আরও পড়ুন : সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে না ঢাবি

‘তবে এ বিষয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা হবে। তাদের কীভাবে ‘কনভিন্স’ করা যায় সেটি বিবেচনা করে দেখা হবে।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড