• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪ ফেব্রুয়ারি বই বিক্রি বন্ধ রাখার ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৮
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন (ছবি : দৈনিক অধিকার)

প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৯ এর বেশ কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে সারাদেশে মানববন্ধন ডেকেছে সংগঠনগুলো। আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ মানববন্ধন করবে তারা।

এ দিন সব ধরনের বই বিক্রি বন্ধ রাখা হবে বলেও জানান বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি সভাপতি আরিফ হোসেন ছোটন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে দেশের মোট ১২টি পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সহসভাপতি মির্জা আলী আশরাফ কাশেম, পরিচালক কাজী জহুরুল ইসলাম বুলবুল, কাজী শাহ আলম, শামসুল ইসলাম বাহার, নিরুপ সাহা নিরু, আনোয়ারুল ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্যে আরিফ হোসেন ছোটন জানান, ‘প্রস্তাবিত আইনে নোট গাইডকে সংজ্ঞায়িত করা হয়েছে, কিন্তু অনুশীলন বইয়ের কোনো সংজ্ঞা নেই। নোট গাইডে পাঠ্য বইয়ের দেওয়া প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকে, যা শিক্ষার্থীরা মুখস্থ করে পরীক্ষায় অংশ নেয়। অন্য দিকে অনুশীলন বইয়ের বিষয়বস্তু হচ্ছে পাঠ্য বিষয়ের সহজে অনুধাবন, প্রশ্নের নমুনা, উন্নত উত্তর লিখন পদ্ধতি। শিক্ষার্থীরা অনুশীলন বই মুখস্থ করে না। কারণ তা মুখস্থ করে কোনো লাভ নেই। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় কোনো প্রশ্ন কমন পড়ে না।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে একেক রকম সহায়ক বা অনুশীলন বই রয়েছে। এছাড়া বিভিন্ন দেশে পাঠ্যপুস্তক নামে কোনো বই নেই। যেমন সিঙ্গাপুরেই পাঠ্যপুস্তক নামে কোনো বই নেই।’

আরও পড়ুন : প্রতি সপ্তাহে খুলতে হবে নিপীড়ন অভিযোগ বক্স

সংগঠনের সহসভাপতি শ্যামল পাল বলেন, ‘কোনো অনুশীলন বই থেকে প্রশ্ন কমন পড়েনি। এটা বিগত বছরের প্রশ্ন থেকে এই বছরের প্রশ্ন করা হয়েছে। এই জন্য আমরা দায়ী নই। যারা প্রশ্নের প্রণেতা তারাই দায়ী।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড