• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোচিং চালানোর দায়ে দুই শিক্ষককে কারাদণ্ড, শিক্ষার্থীদের বিক্ষোভ

  শিক্ষা ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪২
শিক্ষক আটক
ফুলপুরে কোচিং সেন্টারে অভিযান (ছবি : সংগৃহীত)

ফুলপুরে কোচিং সেন্টারে অভিযান চালিয়ে দুই শিক্ষককে আটক করে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে বিক্ষোভের মুখে এক শিক্ষককে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, সাহাপুর গ্রামের আরিফুল ইসলাম ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা মোড়ে প্রায় ৯ বছর ধরে আরিফ প্রাইভেট সেন্টার নামে একটি কোচিং চালাচ্ছিলেন। সোমবার ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই কোচিংয়ের পরিচালক আরিফুল ইসলামকে আটক করা হয়।

এ সময় শিক্ষার্থীরা আরিফুল ইসলামের মুক্তির দাবিতে মহাসড়কে গাছের টুকরো ও ইট ফেলে অবরোধ করে। এতে রাস্তার দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। প্রায় ২ ঘণ্টা অবরোধ থাকার পর ভ্রাম্যমাণ আদালত আরিফুল ইসলামকে ছেড়ে দিতে বাধ্য হন।

পুলিশ ছেড়ে দিলেও কোচিং সেন্টারের মালিক আরিফুল ইসলাম ও শিক্ষক তৌহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে আত্মসমর্পণ করলে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ করবে সরকার

ইউএনও সাইফুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সরকারি আইন অমান্য করে কোচিং সেন্টারটি চলছিল। এতে অভিযান পরিচালনা করে দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড