• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএসসি চলাকালীন শব্দ যন্ত্র বন্ধ রাখার নির্দেশ

  শিক্ষা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২০, ১৭:১৬
এসএসসি পরীক্ষা
শব্দ যন্ত্র বন্ধ রাখতে পুলিশের পক্ষ থেকে জেলা শহরে মাইকিং (ছবি : সংগৃহীত)

এসএসসি পরীক্ষা চলাকালীন শব্দ যন্ত্র ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। বিকাল ৫টার পর যে কোনো শব্দ যন্ত্র ব্যবহার বন্ধে পুলিশের পক্ষ থেকে জেলা শহরে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী জেলা শহরে মাইকিং করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রাত ১০টার পর যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে শব্দ যন্ত্রের মাত্রা সীমিত রাখারও অনুরোধ জানানো হয়।

এ দিন পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশে লেখাপড়ার স্বার্থে সন্ধ্যার পর সকল প্রকার মাইকিং, উচ্চস্বরে গান-বাজনা, ইসলামি অথবা হিন্দুসভা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ নির্দেশনা অমান্য করলে ৩৪ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন : এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা

এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে সন্ধ্যার পর শব্দ দূষণ বন্ধে এ কাজ করা হয়েছে। এই আদেশ লঙ্ঘন করলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা চান।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড