• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমন্বিত ভর্তি পরীক্ষায় ভোগান্তি কমবে : শিক্ষামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২০, ১৬:৩২
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা
ইউজিসির সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত)

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির বিড়ম্বনা কমবে। বিশেষ করে ছাত্রীদের ভোগান্তির নিরসন হবে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের একটি নীতিমালা প্রণয়ন করা হবে জানিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকোর্স বন্ধ, প্রকল্পগুলোতে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি জানান, উচ্চশিক্ষাকে বিশ্ব র‌্যাংকিংয়ে একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কেন্দ্রীয় গবেষণাগার, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এছাড়া স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার প্ল্যান প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানান।

আরও পড়ুন : এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা

ইউজিসি সূত্র জানায়, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও আধুনিকায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মপরিধি সম্প্রসারণ, অধিকতর ক্ষমতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি ইউজিসিতে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড