• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু আজ

  শিক্ষা ডেস্ক

০৩ জানুয়ারি ২০২০, ২৩:০১
বিপিএসসি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (ছবি : সংগৃহীত)

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজ থেকে। ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে এবং ঢাকার ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

৪০তম বিসিএসে মোট আবেদনকারী ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। যা দেশের ইতিহাসে এবং পিএসসির পরিসংখ্যানে সর্বোচ্চ। এর আগে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এত সংখ্যক আবেদন জমা পড়েনি।

এর আগে গত ২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০ হাজার ২২৭ জন পাস করেন।

উল্লেখ্য, গত ৩ মে সারাদেশে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হতে পারে। তবে পদ সংখ্যা বাড়তে পারে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড