• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় এডুকেশন ক্যাফে অনুষ্ঠিত

  পাবনা প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০১৯, ১৯:১০
পাবনা
এডুকেশন ক্যাফে সেমিনার (ছবি : দৈনিক অধিকার)

পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের আয়োজনে ‘শিশু-কিশোর অপরাধ: দমন আমাদের করণীয়’ শীর্ষক ব্যতিক্রমী এক এডুকেশন ক্যাফে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে স্কুলের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। ডা. আমিরুল ইসলাম সানুর সঞ্চালনায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আলাউল হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রকৌশলী আনোয়ারুল আজীম খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখের- প্রভাষক জাফরুন্নাহার শেলী, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, ডা. এনামুল সোহেল, সোবহান মাসুম, অলোক আচার্য্য, ফারুক হোসেন, সৈয়দ শরিফুল আযম, হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, লিপিকা রাণী, সুলতান মাহমুদ, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, মাহফুজুর রহমান রানা, কাওসার চৌধুরী, এসএম শামসুজ্জামান, জানে আলম, আব্দুর রহমান, শাহিনারা জিয়াসমিন, মোবারক হোসেন, চন্দন কুমার সাহা প্রমুখ।

আলোচকরা বলেন, ‘প্রতিদিন শিশু-কিশোর অপরাধ বেড়েই চলছে। কিশোরদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তাই এ থেকে উত্তরণের পথ রাষ্ট্রকে খুঁজে বের করতে হবে।’

আলোচকরা আরও বলেন, ‘কিশোর অপরাধের ধরন দিন দিন পাল্টাচ্ছে। এদের মধ্যে দরিদ্র পরিবারের সন্তান যেমন আছে, তেমনি আছে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের সন্তানও।’

সকাল ৯টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এডুকেশন ক্যাফের আলোচনা চলে। কাশিনাথপুর ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ৩০টি স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ শতাধিক অভিভাবক এতে অংশ নেন।

ওডি/এসএমএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড