• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

  শিক্ষা ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:১০
মুক্তিযুদ্ধের চিত্র
বিদ্যালয়ের সীমানা প্রাচীরে মুক্তিযুদ্ধের চিত্র (ছবি : সংগৃহীত)

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আদর্শ কেজি স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সীমানা প্রাচীরে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের চিত্র। সেই চিত্র দেখে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে ক্ষুদে শিক্ষার্থীরা।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মুক্তিযুদ্ধের দেয়ালচিত্রের উদ্বোধন করেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম। দেয়ালচিত্রটি অঙ্কন করেছেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের শিল্পীরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ ফখরুদ্দিন আহমেদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জিয়াউল হক।

এ সময় অতিথিরা বলেন, দেয়ালচিত্র দেখে ক্ষুদে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এই দেয়ালচিত্র তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড