• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ২২ থেকে ২৬ ডিসেম্বর

  শিক্ষা ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:২১
শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ছবি : সংগৃহীত)

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল ২২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। যদিও এই ফল প্রকাশ নিয়ে মাসখানেক ধরে নতুন নতুন তারিখ গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। তবে এবার আর বিলম্ব হওয়ার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফল প্রকাশ নিয়ে মাসখানেক ধরে নতুন নতুন তারিখ গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। প্রথমদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা জানানো হয়। পরবর্তীকালে ১৬ থেকে ২০ তারিখের মধ্যে প্রকাশের কথা জানায় মহাপরিচালক। এবার মহাপরিচালক জানালেন ২২ থেকে ২৬ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশে বিলম্বের কারণ হিসেবে অধিদপ্তর সূত্র জানায়, কিছু জেলার ফল দেরিতে আসায় এবং নির্ভুল ফল তৈরিতে একটু বিলম্ব হচ্ছে।

আরও পড়ুন : অনলাইন নয়, পুরোনো বিধিতেই হবে শিক্ষক বদলি

গত বছরের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। এরপর গত ৬ অক্টোবর থেকে নিয়োগ পরীক্ষার ভাইভা শুরু হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড