• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় ৮৫ শিক্ষার্থীকে উদ্দীপনামূলক বৃত্তি প্রদান

  পাবনা প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৯, ২০:১৭
নগদ অর্থ
বৃত্তি প্রাপ্তদের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন আলহাজ্ব মকবুল হোসেন (ছবি : দৈনিক অধিকার)

পাবনার ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনামূলক বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জোহরা আফজাল ফাউন্ডেশনের অর্থায়নে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন। তিনি বৃত্তি প্রাপ্তদের হাতে নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ড. মাসুদ মোহাম্মদ জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন- জোহরা আফজাল ফাউন্ডেশনের সদস্য সাইদুর রহমান, সাবিহা তাজিন খান ও মুনিম হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মো. জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা, জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন।

উল্লেখ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ ৬৫ জনকে পাঁচশত টাকা করে এবং ২০ জন সরকারি বৃত্তি প্রাপ্তদের মধ্যে সরকার প্রদত্ত টাকার সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড