• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপজেলায় পৌঁছেছে শিক্ষার্থীদের নতুন বই

  শিক্ষা ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:২৪
নতুন বই
শিক্ষার্থীদের নতুন বই (ছবি : সংগৃহীত)

উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে শিক্ষার্থীদের নতুন পাঠ্যপুস্তক। এ পুস্তক হাতে নিয়েই শিক্ষার্থীদের শুরু হবে নতুন বছর। তবে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছায়নি বইগুলো। উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বই পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি সূত্রে জানা যায়, নতুন বছরে দেশের ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৯৮ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে ৩৫ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ১৯৭টি বই। এর মধ্যে প্রাক-প্রাথমিকের প্রায় ৩৩ লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে ৬৬ লাখ ৭৫ হাজার ২৭৬টি। প্রাথমিকের ২ কোটি ৪ লাখ ৪১ হাজার ৫৯৫ শিক্ষার্থীকে দেওয়া হবে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি। এছাড়া মাদরাসার ইবতেদায়ীর প্রায় ৩৩ লাখ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে ২ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫টি নতুন বই।

সূত্রে আরও জানা যায়, মাধ্যমিকের বাংলা ভার্সনের প্রায় পৌনে ১ কোটি শিক্ষার্থীকে দেওয়া হবে ১৮ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬৩৯টি বই এবং ১২ লাখ ৮৬ হাজার ৮৯২টি বই দেওয়া হবে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের। চাকমা, মারমা, ত্রিপুরা এবং গারো ভাষাভাষী ৯৭ হাজার ৫৯৪ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ লাখ ৩০ হাজার ১৩০টি বই।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। এর মধ্যে একধরনের সার্বজনীনতা রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। সেই বিষয়টি মাথায় রেখে সরকার বিনামূল্যে নতুন বই বিতরণ করছে।’

প্রসঙ্গত, গত দশ বছর ধরে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী এবং দাখিলের পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করে আসছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড