• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

  শিক্ষা ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫
অনিয়ম-বৈষম্য
অনিয়ম-বৈষম্যের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা (ছবি : সংগৃহীত)

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে গজারিয়ার বালুয়াকান্দি ডা. আব্দুল গফফার স্কুলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) অনিয়ম-বৈষম্যের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ৫ হাজার থেকে ১০ হাজার টাকা নিচ্ছেন। এ সময় নানা অনিয়ম-বৈষম্যের শিকার শিক্ষার্থী ও অভিভাবকরা সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল অভিযোগ করেন, অতিরিক্ত টাকার বিনিময়ে স্কুল কর্তৃপক্ষ পাঁচ-ছয় বিষয়ে অকৃতকার্য অনেক শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দিয়েছে। আবার দাবিকৃত টাকা দিতে না পারায় একই মানের কিছু সংখ্যক শিক্ষার্থী সম সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

অভিভাবক রিনা বেগম ও সনিয়া বলেন, পাঁচ থেকে ছয় বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে ফরম পূরণ করানো হয়েছে। পক্ষান্তরে আমাদের ছেলে-মেয়েরা তিন-চার বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাদের না নিয়ে অর্থ বাণিজ্য এবং স্বজনপ্রীতি করেছেন শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য।

প্রধান শিক্ষক মো. বশিরউল্লাহ অভিযোগ অস্বীকার করে জানান, ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের বাইরে যাওয়ার উপায় নেই শিক্ষকদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি তিনি অবগত নন। অনিয়ম রোধে বারবার সতর্কতা নোটিশ দেওয়া হয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড