• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমাপনীর কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থী, ১০ জন বহিষ্কার

  শিক্ষা ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ১৮:১৩
সমাপনী পরীক্ষা
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা (ছবি : সংগৃহীত)

লালমনিরহাটের হাতীবান্ধায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) হাতীবান্ধা উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- আশরাফুল হক, সাফিউল আলম স্বাধীন, ফরহাদ হোসেন, আবু নাঈম মিলন, আব্দুল করিম, আব্দুর রউফ, সুরাইয়া আক্তার, কুলছুম খাতুন, সাবিনা ইয়াসমিন ও নাজমুন্নাহার আক্তার নুরি।

জানা যায়, হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন ভবানীপুর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা। এদের মধ্যে ১০ জন শিক্ষার্থীকে ভাড়ায় আনা হয়। বহিষ্কৃতরা ওই মাদরাসার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে ওই ১০ শিক্ষার্থীকে শনাক্ত করে বহিষ্কার করা হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, এ বিষয়ে অভিযুক্ত মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড