• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমপিও সংশোধনে ১২ সদস্যের কমিটি

  শিক্ষা ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১৪:০৪
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও মাদরাসাগুলোর এমপিও নীতিমালা সংশোধনে ১২ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী এক মাসের মধ্যে মাদরাসা, কারিগরি ও বিএম-এর তিনটি পৃথক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবে এ কমিটি।

বুধবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কমিটিতে শিক্ষক নেতারাও সদস্য হিসেবে রয়েছেন।

জানা গেছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, ব্যনবেইস কারিগরি শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। আর কারিগরি-৩ শাখার সিনিয়র সহকারী সচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া বিএম কলেজ অধ্যক্ষ সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান এবং স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে সদস্য করা হয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড