• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হলে অবৈধ প্রবেশ, শিক্ষককে দুই বছরের কারাদণ্ড

  শিক্ষা ডেস্ক

০৬ নভেম্বর ২০১৯, ১৬:১২
আদালত
আদালত (ছবি : প্রতীকী)

নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষাকেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর বাগমারা উপজেলার গোড়সার উচ্চ বিদ্যালয় অ্যান্ড ভোকেশনাল স্কুলে এই ঘটনা ঘটে।

বুধবার (০৬ নভেম্বর) বাগমারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওই শিক্ষকের নাম কনক কুমার প্রামাণিক।

জানা যায়, গোড়সার উচ্চ বিদ্যালয় অ্যান্ড ভোকেশনাল স্কুলের পার্শ্ববর্তী কেন্দ্র রমজান পাড়া মহিলা ভোকেশনাল স্কুলের শিক্ষক কনক কুমার প্রামাণিক। ডিউটি না থাকলেও পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে অবস্থান করায় অবৈধ প্রবেশকারী হিসেবে তাকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ তাকে দুই বছরের সাজা প্রদান করেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ওই শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড