• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিতে কুবিতে মানববন্ধন

  কুবি প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২০, ১৪:০৯
মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিতে কুবিতে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

‘খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষা হল?’, ‘আটক শুধু আমরাই, নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’, ‘এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই’- এমন নানা স্লোগানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছে, সে সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলোও নেওয়ার জন্য কোনো সিদ্ধান্তে আসতে পারছে না তারা।

অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী বাহার উদ্দিন বলেন, ‘আমাদের বাবা-দাদাদের কি টাকার খনি আছে? যা দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরব? এ কারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন : খুলছে শিক্ষা প্রতিষ্ঠান?

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পদার্থ, রসায়ন, গণিত, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, আইন, মার্কেটিং এবং অ্যাকাউন্টিং বিভাগসহ প্রায় সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড