• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেডিকেল ভর্তি: আগামী সপ্তাহে পরীক্ষার তারিখ ঘোষণা

  শিক্ষা ডেস্ক

২৪ অক্টোবর ২০২০, ০৯:২৬
মেডিকেল ভর্তি পরীক্ষা
মেডিকেল ভর্তি: আগামী সপ্তাহে পরীক্ষার তারিখ ঘোষণা (ছবি : সংগৃহীত)

মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলের মাঝে শিক্ষার্থীদের এই মরণব্যাধির সংক্রমণ থেকে দূরে রাখতে গত মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় চলছে অনলাইনে পাঠদান। একই সাথে করোনাকালে বিভিন্ন ভর্তি পরীক্ষাও অনলাইনে নেওয়ার পরিকল্পনা চলছে।

তবে ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভর্তি পরীক্ষা ছাড়া নতুন করে শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তির কোনো সুযোগ নেই।

সূত্রমতে, আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার তারিখ ও প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। তবে এসএসসি এবং এইচএসসির ফলাফলের নম্বর কমবে কিনা তা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। মন্ত্রণালয় অবশ্য একাধিক এমসিকিউ বাদ না দেওয়ার পক্ষে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের জন্য আগামী সপ্তাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করা হবে।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা বজায় রেখে পরীক্ষা নেওয়া ব্যবস্থা করা হবে। তাই ভর্তি পরীক্ষা ছাড়াই নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই।

ভর্তি পরীক্ষা থেকে এমসিকিউ নম্বর কমানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার লিখিত ও এমসিকিউ পরীক্ষায় ৪০ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে আমাদের তা করার কোন উপায় নেই। আমাদের অবশ্যই পুরো এমসিকিউ নম্বর দিয়ে পরীক্ষা দিতে হবে।

জানা গেছে, গত বছর এমবিবিএস ভর্তি পরীক্ষা ১ অক্টোবর সারাদেশে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ৬৯ হাজার ৪০৫ জন ভর্তিচ্ছু প্রার্থী ১০ হাজার ৪৪০টি আসনের বিপরীতে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৪৯ হাজার ৪১৩ জন উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন : ধর্ম নিয়ে ছাত্র অধিকার পরিষদ নেত্রীর কটূক্তি, বহিষ্কার দাবি

দেশে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৬৮টি এবং ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৩৩৯টি আসন রয়েছে। তবে এ বছর এইচএসসিতে অটোপাস দেওয়াতে ভর্তিচ্ছুদের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, এবার এইচএসসি ও সমমানে অংশ নেওয়া ১৩ লাখ এইচএসসি পরীক্ষার্থী সবাই সনদ পাবেন। জেএসসি এবং এসএসসি ফলাফলের ভিত্তিতে তাদের ফল নির্ধারিত হবে। ফলাফল ডিসেম্বরের শেষে প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড