• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভাগ্য নির্ধারণ কাল

  শিক্ষা ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৭
এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা (ছবি : সংগৃহীত)

মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় ছয়মাস ধরে কয়েক দফা বাড়ানোর পর এই ছুটি ৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। একই কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে এবং শিগগিরই এইচএসসি পরীক্ষা হবে কিনা তা নিয়ে জানার আগ্রহ রয়েছে সবার।

এ বিষয়ে আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এ দিন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে তিনি সার্বিক তথ্য তুলে ধরতে পারেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

বুধবার দুপুর ১২টায় ওই মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এইচএসসি পরীক্ষাসহ শিক্ষা বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে। বিশেষত এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থীসহ অভিভাবকদের। বার্ষিক পরীক্ষা নিয়েও শঙ্কা রয়েছে। এসব নিয়ে উদ্বেগ কাটাতেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বলেও জানিয়েছেন আবুল খায়ের।

এ দিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা, এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা সেসব নিয়ে কথা বলতে পারেন শিক্ষামন্ত্রী। ফলে আটকে থাকা এই জরুরি বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : এইচএসসি নিয়ে শিক্ষাবোর্ডের ৩ প্রস্তাব

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাসের কারণে ওই পরীক্ষা স্থগিত রয়েছে। কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড