• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এইচএসসি নিয়ে শিক্ষাবোর্ডের ৩ প্রস্তাব

  শিক্ষা ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৯
এইচএসসি পরীক্ষা
এইচএসসি নিয়ে শিক্ষাবোর্ডের ৩ প্রস্তাব (প্রতীকী ছবি)

মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে স্থগিত রাখা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরিস্থিতি অনুকূলে এলেই এই পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা আয়োজনের লক্ষ্যে শিক্ষাবোর্ড থেকে তিনটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শিক্ষাবোর্ডের ওই প্রস্তাবগুলো হলো- পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার আয়োজন করা; সিলেবাস ও নম্বর কমিয়ে অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা; এবং বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের মূল বিষয়গুলোর পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা।

এ দিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের এই তিনটি প্রস্তাবের বিষয়ে আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিস্তারিত তুলে ধরবেন।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৭ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

এর আগে এই পরীক্ষার বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডকে প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর আন্তঃবোর্ডের সভায় সব বোর্ডের চেয়ারম্যানদের পরামর্শে তিনটি প্রস্তাব তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড