• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রন্থমেলায় প্রত্যয় হাসানের ‘ঘুম অথবা ব্যক্তিগত স্বর্গ’

  অধিকার ডেস্ক    ০১ মার্চ ২০১৯, ১২:৩৯

প্রচ্ছদ
ছবি : প্রত্যয় হাসান এবং (প্রচ্ছদ : গল্পগ্রন্থ ‘ঘুম অথবা ব্যক্তিগত স্বর্গ’)

অমর একুশে বইমেলা ২০১৯-এ ‘জেব্রাক্রসিং প্রকাশন’ থেকে প্রকাশিত হয়েছে প্রত্যয় হাসানের গল্পগ্রন্থ ‘ঘুম অথবা ব্যক্তিগত স্বর্গ’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী সোহানুর রহমান অনন্ত।

এ গল্পগ্রন্থে ছোট-বড় মিলিয়ে মোট নয়টি গল্প রয়েছে। মাজার, ধোঁয়ার রিং, কয়েন, মেঘ-বৃষ্টি, চেইন, মাকড়সা, দোতরায় জীবনের সুর, ভয়ঙ্কর এবং আশ্রয়। প্রতিটি গল্পে রয়েছে রহস্য ও বাস্তবতার ধোয়াটে রং-তুলির আঁচড়। ‘ঘুম অথবা ব্যক্তিগত স্বর্গ’ গল্পগ্রন্থ সম্পর্কে প্রত্যয় হাসান বলেন, ‘গল্প শব্দটি শুনলেনই যে কথাটি প্রথম মনে আসে, তা হলো— জীবন গল্পের মতো নয়। এই বইটি মূলত এমন অপবাদের বিপক্ষে অবস্থান। এখানে প্রতিটি গল্প হেঁটে চলছে জীবনের সাথে। যেমন, জীবনের সাথে ঘুম প্রতিটি বেঁচে থাকা দিনের সাক্ষী। অর্ধেকটা আনন্দ আর অর্ধেকটা দুঃখ নিয়ে মূলত একটা পূর্ণাঙ্গ জীবনের গল্প। মৃত্যুর আগে যেমন জীবনের শেষ নেই, হোক তা ইচ্ছায় বা অনিচ্ছায় বেঁচে থাকা, তেমনি পড়তে শুরু করলে গল্পগুলো পাঠককে একটা পুরো জীবন প্রদক্ষিণ করে নিয়ে যাবে শেষপৃষ্টায়। তবে এখানে শেষ না, জীবনের পর রয়েছে স্বর্গের পাদটীকা।’

তিনি আরও বলেন ‘এখানে গল্প শেষে পাঠক পাবেন এক তেমন তৃপ্তি, জীবনকে সুখী করার এক দিকনির্দেশনা। জীবনের গল্পগুলো খুব স্বাভাবিক এবং নিয়মিত। আবার প্রতিটি জীবন স্পর্শ করে দেখলেই জানা যাবে, এ এক অসাধারণ বেঁচে থাকা। মূলত নরক আর স্বর্গের বাস প্রতিটি জীবনে। এই বইয়ের প্রতিটি গল্পে জীবনকে দেখতে পাবেন একদম কাছ থেকে, প্রতিটি পৃষ্ঠায় তাদের দুঃখ, আনন্দ ছড়িয়ে যাবে পাঠকের নিজের ভেতর।’

‘একেকটি গল্পে মনে হবে পাঠকের জীবনের একেকটি অংশ। তা সুখ-দুঃখ, আনন্দ, হাহাকার, প্রেম, সংসার, যৌনতা আর কিছু না-বলা, অচেনা অনুভূতি। বইয়ের নয়টি বিচ্ছিন্ন গল্প যেন একটি জীবনের এমনই বিভিন্ন অংশ। জীবন যেমন দুর্বোধ্য নয়, তেমনি গল্প নিছক কল্পনা নয়। এখানে প্রতিটি গল্পই মুগ্ধ-জীবনের অংশ।’ উল্লেখ্য, ‘ঘুম অথবা ব্যক্তিগত স্বর্গ’ গল্পগ্রন্থটি প্রত্যয় হাসানের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। গ্রন্থটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার সালাম চত্বরের জেব্রাক্রসিং প্রকাশনির ৩৩২ নম্বর স্টলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড