• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছুটির দিনে বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

  নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৮
ছুটির দিনে বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
বইমেলায় উপচেপড়া ভিড় (ছবি : সংগৃহীত)

অমর একুশে বইমেলা শেষ হতে বাকি আর মাত্র পাঁচদিন। সেই অনুযায়ী- মেলার শেষ শুক্রবার আজ। সাপ্তাহিক ছুটির দিনটিতে তাই সকালেই বইমেলায় এসেছেন পাঠক-দর্শনার্থীরা। বেলা ১১টায় গেইট খোলার আগে থেকেই অপেক্ষা করেছেন তারা।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বইমেলা এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

বইমেলায় গিয়ে দেখা যায়, শেষ সময়ে সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছে। এর আগে একুশে ফেব্রুয়ারিতে ভিড় হয়েছিল সবচেয়ে বেশি। সেদিন কয়েক লাখ মানুষ এসেছিলেন মেলায়। আশা করা হচ্ছে আজও তেমন ভিড় হতে পারে।

মেলায় গাজীপুর থেকে আসা মঞ্জুরুল হাসান মুরাদ প্রতিবেদককে বলেন, চাকরি করার কারণে ব্যস্ত ছিলাম তাই এতদিন আসতে পারিনি। এবছর আজই প্রথম আসা। মেলা শুরুর সময় জানতাম না, তাই আগেই চলে এসেছি।

রাজধানীর বাড্ডা থেকে দুই ছেলেকে নিয়ে আসা বর্ষা বলেন, নানা ব্যস্ততার কারণে আগে আসা হয়নি। মেলার শেষ সময়ে আসার উদ্দেশ্য হলো এই সময়ে সব বই প্রকাশ হয়ে যায়। তাই পছন্দের বই কেনা সহজ হয়। আর সকালে আসার কারণ অনেকটা ভিড় এড়িয়ে চলা যায়।

উল্লেখ্য, গেল ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড