• সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বইমেলায় রানু হাফিজের 'জেসমিন একটি ফুলের নাম' উপন্যাস প্রকাশিত

  সাহিত্য ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৩
বইমেলায় রানু হাফিজের 'জেসমিন একটি ফুলের নাম' উপন্যাস প্রকাশিত

অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে প্রকাশিত হয়েছে রানু হাফিজের লেখা উপন্যাস 'জেসমিন একটি ফুলের নাম'। বইটি প্রকাশ করেছে শব্দকথন প্রকাশনী।

বইটির মূল্য ৬০০ টাকা। পাওয়া পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থ মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে অবস্থিত লিটলম্যাগ চত্বরে শব্দকথনের স্টলে।

পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ। সাড়ে সাত কোটি মানুষ-একটি জাতি। দুর্জয়, দুর্বিনীত, সংগ্রামী চেতনায় অগ্নিফলকে খোদিত একটি নাম। কোটি কোটি মানুষের অন্তহীন ভালোবাসা আর অগাধ বিশ্বাসের দুর্লভ ঐশ্বর্যে গড়া এক অনুপম ইতিহাস।

প্রতিটি স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা অর্জনের পেছনে থাকে অনেক আত্মত্যাগের ইতিহাস। স্বাধীনতার জন্য রক্ত, জীবন, সম্ভ্রম দিতে হয়। দীর্ঘ লড়াই–সংগ্রাম করতে হয়।

একাত্তরের মার্চ মাসকে আমরা বলি উত্তাল ও আগুন ঝরা মাস। সেই সময়ে কত নারী তার সম্ভ্রম হারিয়েছে তার কোনো লেখিত তথ্য কোথাও সংগ্রহ করা নেই। যা আছে তাও ছিটেফোঁটা এমনই এক বীরাঙ্গনাকে নিয়ে রানু হাফিজ লিখেছেন এই বইটি।

বইটির পরতে পরতে লুকিয়ে রয়েছে একজন নারী, একজন বীরাঙ্গনার কষ্ট, কান্না যন্ত্রণার কথা। এই সব যন্ত্রণাকে উপেক্ষা করে তিনি কীভাবে উঠে এসেছেন সেই গল্প। এই শিমুল তুলোর মতো, নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায় উড়তে থাকা, ভাসতে থাকা জীবনে। এই জীবনে মানুষ কোথায়, কার সঙ্গে জড়াবে তা কী সে জানে নিজেও? সম্ভব কী তা জানা? জীবন তো এমনই। এক জীবনে পরিবর্তন একবার নয়, বারবার আসে, আসবেই। নদীর বাকের মত জীবন গতিও মান হয়ে ছুটে বেড়াবে।

‘জেসমিন একটি ফুলের নাম ' উপন্যাসটি এক সদ্য কিশোরী বীরাঙ্গনার না বলতে পারা জীবনকথা। দলিত মথিত বঞ্চিত কীটদষ্ট কিশোরীর কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠার গল্পকথা। লেখক ১৯৭১ সালে তার দেখা প্রকৃত ঘটনা এবং তার কল্পনা দিয়ে জেসমিনকে তার ক্যনভাসে অংকন করেছেন।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড