• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০ শিশুর ‘আমার প্রথম বইমেলা’

  নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪১
বাংলাদেশ পজেটিভ
১০ শিশুর সঙ্গে আয়োজকরা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ পজেটিভ এবং জেসিআই ঢাকা ওয়েস্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন ‘আমার প্রথম বইমেলা’। ১০ সুবিধাবঞ্চিত মেধাবী শিশুকে প্রথমবার বইমেলা ভ্রমণের অভিজ্ঞতা দিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

আয়োজনটিতে বইমেলা ভ্রমণের পাশাপাশি শিশুদের পছন্দের কিছু বই কিনে দেওয়া হয়। এছাড়াও বইমেলার শিশুচত্বরে অনুষ্ঠিত হয় ‘আমার প্রথম বইমেলা’ শীর্ষক একটি রচনা প্রতিযোগিতা। বিশিষ্ট কথাসাহিত্যিক দীপু মাহমুদ আয়োজনটিতে অংশ নেওয়া সব শিশুকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিয়মিত নানা ধরনের বই পড়তে উৎসাহ দেন তার গল্প কথন বক্তব্যের মাধ্যমে।

আয়োজনটি প্রসঙ্গে বাংলাদেশ পজেটিভের প্রতিষ্ঠাতা ও জেসিআই ঢাকা ওয়েস্টের জিএলসি মুহাম্মাদ আলতামিশ নাবিল জানান, তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমাদের এই ভিন্নধর্মী আয়োজন। একটা উন্নত জাতি গঠনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজির) ন্যায্য ও মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে এমন আয়োজন নিয়মিত বিরতিতে ভবিষ্যতেও চলবে।’ আয়োজনটির সহযোগিতায় ছিল বাংলা একাডেমি ও টিচ ফর বাংলাদেশ।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড