• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে অদৃশ্য দেয়াল উপন্যাসের মোড়ক উন্মোচন

  বাকৃবি প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, ১৯:৫১
বাকৃবি
‘অদৃশ্য দেয়াল’ উপন্যাসের প্রচ্ছদ (ছবি : সম্পাদিত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘অদৃশ্য দেয়াল’ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মোড়ক উন্মোচন করা হয়। ‘অদৃশ্য দেয়াল’ উপন্যাসের লেখক বাকৃবি মহিলা সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিমু।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন, বাকৃবি মহিলা সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

শব্দশৈলী প্রকাশনী থেকে এবার অমর একুশে গ্রন্থমেলায় ‘অদৃশ্য দেয়াল’ উপন্যাসটি পাওয়া যাবে। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন হিমেল হক।

উপন্যাসটি সম্পর্কে লেখক বলেন, ‘জীবনের ঘটনা-প্রবাহগুলো রহস্যের জালে আটকে থাকে। জীবনের অনেক বিষয় আছে দেয়ালের আড়ালে রয়ে যায়। উপন্যাসটি পড়ে পাঠক জীবনের সেই সব অদৃশ্য দেয়ালের বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। ইতোমধ্যে উপন্যাসটির প্রি-অর্ডার শুরু হয়েছে। বই মেলায় উপন্যাসটি শব্দশৈলী প্রকাশনীর ২৫৬ থেকে ২৫৯ নং স্টলে পাওয়া যাবে।

আরও পড়ুন : মাভাবিপ্রবিতে নেক্সট জেনারেশন স্টোরেজ ডিভাইসেস শীর্ষক সেমিনার

উল্লেখ্য, আহমেদ শিমুর লেখা কাব্যগ্রন্থ ‘স্পর্শিতা’ ও উপন্যাস ‘শেষ পৃষ্ঠা’ ২০১৯ একুশে বই মেলায় প্রকাশিত হয়। আদিত্য অনিক প্রকাশনী হতে বই ২টি প্রকাশিত হয়ে ছিল। ‘শেষ পৃষ্ঠা’ উপন্যাসটি আদিত্য অনিক প্রকাশনীতে সর্বাধিক বিক্রিত বইয়ের মর্যাদা লাভ করে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড