• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হারের ক্ষণ গুণছে জিম্বাবুয়ে

  অধিকার ডেস্ক    ২১ অক্টোবর ২০১৮, ২১:২৬

মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ; (ছবি : ক্রিকইনফো)

আশার শেষ প্রদীপটিও যেন নিভে গেল! ষষ্ঠ উইকেটে জিম্বাবুয়েকে দারুণ কিছুর স্বপ্ন দেখাচ্ছিলেন শন উইলিয়ামস ও পিটার মুর। কিন্তু নিজের প্রথম স্পেলে মার খাওয়া মেহেদী হাসান মিরাজ দেখাতে শুরু করলেন নিজের কারিশমা! তিনি মুরকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলার পর ডোনাল্ড তিরিপানোকে রানআউট করলেন অভিষিক্ত ফজলে রাব্বি।

এই প্রতিবেদন লেখার সময় সফরকারী জিম্বাবুয়ের সংগ্রহ ৩৮ ওভারে ৭ উইকেটে ১৫০ রান। দলটির একমাত্র স্বীকৃত ব্যাটার উইলিয়ামস ১৯ ও ব্রান্ডন মাভুতা ২ রানে ব্যাট করছেন। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করছে তারা। তবে হাতে মাত্র ৩ উইকেট থাকায় হারের খুব কাছে দলটি।

এর আগে রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে স্কোরবোর্ডে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নামা টাইগারদের পক্ষে ইমরুল ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ১৪০ বলে ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। গেল জানুয়ারির পর প্রথমবার খেলতে নেমে তরুণ সাইফ ৬৯ বলে করেন গুরুত্বপূর্ণ ৫০ রান।

এক পর্যায়ে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তারপর সপ্তম উইকেটে রেকর্ড ১২৭ রানের জুটি গড়েন ইমরুল ও সাইফ। আর বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস খেলে মুশফিককে ছুঁয়ে ফেলেন বাঁহাতি ইমরুল।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২৭১/৮ (৫০ ওভারে) (লিটন ৪, ইমরুল ১৪৪, ফজলে মাহমুদ ০, মুশফিক ১৫, মিঠুন ৩৭, মাহমুদউল্লাহ ০, মিরাজ ১, সাইফ ৫০, মাশরাফি ২*, মুস্তাফিজ ১*; জার্ভিস ৪/৩৭, চাতারা ৩/৫৫, তিরিপানো ০/৬০, মাভুতা ১/৪৮, রাজা ০/৩৭, উইলিয়ামস ০/৩২)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড