• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২৩ রানের টার্গেটে ব্যাট করছে ভারত

  অধিকার ডেস্ক    ২১ অক্টোবর ২০১৮, ১৮:৩৫

রোহিত শর্মা ও বিরাট কোহলি
রোহিত শর্মা ও বিরাট কোহলি; (ছবি: আইসিসি টুইটার)

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় পুঁজি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার (১০৬) ও কাইরন পাওয়েলের (৫১) কাঁধে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান সংগ্রহ করেছে সফরকারী উইন্ডিজরা।

ক্যারিবীয়দের দেওয়া ৩২৩ রানের জয়ের লক্ষ্য খেলতে নেমে ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রানে ব্যাট করেছে ভারত। রোহিত শর্মা (৮) ও অধিনায়ক বিরাট কোহলি (৭) রানে ক্রিজে আছেন।

এর আগে গৌহাটিতে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ক্যারিবীয়রা। ওপেনিংয়ে নেমে কাইরন হাফসেঞ্চুরির দেখা পান। ব্যক্তিগত ৫১ রানে আউট হন তিনি। ওপেনিং জুটিতে আসে ৮৪ রান।

এরপর পাঁচ নম্বরে খেলতে নেমে দলের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন হেটমায়ার। ৬ চার ও ৬ ছক্কা হাঁকিয়ে মাত্র ৭৮ বলে ১০৬ রানে বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডার ৩৮, শাই হোপ ৩২ ও রভম্যান পাওয়েল ২২ রান করেন।

নবম উইকেটে ৪৪ রানের দারুণ এক অবিচ্ছিন্ন জুটি গড়ে দেবেন্দ্র বিশু ২২ ও কেমার রোচ ২৬ রানে অপরাজিত থাকেন।

বল হাতে ভারতের পক্ষে যুজবেন্দ্র চাহাল ৩ উইকেট নেন। মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া খলিল আহমেদ ১ উইকেট পান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড