• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুরু হয়েছে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প

  অধিকার ডেস্ক    ১৫ অক্টোবর ২০১৮, ১১:১৫

ছবি : ক্রিকইনফো

তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মঙ্গলবার (১৬ অক্টোবর) ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। এই সিরিজকে সামনে রেখে সোমবার প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। সকাল ৯টায় মিরপুরে উপস্থিত হয়েছেন স্কোয়াডে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার। ক্যাম্প শেষ হবে ২০ অক্টোবর।

মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ক্যাম্প শুরুর আগেই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করে দিয়েছেন। জিম্বাবুয়ে সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৪ ও ২৬ অক্টোবর।

বাংলাদেশের বিপক্ষে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু'দল। সিরিজের শেষ দুটি ওয়ানডে ম্যাচগুলো হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা-রা‌ত্রির।

তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মঙ্গলবার ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। প্রথম ওয়ানডে হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ১১-১৫ নভেম্বর মিরপুরে।

বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফী বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড