• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেলবোর্ন থেকে রবিবার দেশে ফিরছেন সাকিব

  অধিকার ডেস্ক    ১৩ অক্টোবর ২০১৮, ১৯:৫৭

সাকিব আল হাসান
হাসপাতালের বেডে সাকিব আল হাসান (ছবি : ফেসবুক)

বাঁহাতের আঙুলের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক সপ্তাহ কাটিয়ে আগামীকাল রবিবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

সবকিছু ঠিক থাকলে রবিবার বেলা ১২টায় ঢাকায় এসে পৌঁছাবেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার মারফত জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আসার কথা রয়েছে তার।

সাকিবের ফ্লাইট শিডিউল চূড়ান্ত হয়ে গেছে। তবে কোনো কারণে বিলম্ব হলে, রবিবার রাতে কিংবা সোমবার সকালে দেশে পা রাখবেন তিনি।

এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাকিব। তাতে মেলে ৩১ বছর বয়সী তারকার সুস্থ হওয়ার আভাস। 'দৈনিক অধিকার'-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো তার বক্তব্য।

'সমগ্র বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অগণিত এবং দারুণ ভক্তদের পেয়ে আমি সত্যিই অভিভূত, আবেগ আপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের এত এত ভালবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। ইন শা আল্লাহ আমি খুব শিগগির মাঠে ফিরব এবং সম্মানের সঙ্গে প্রাণপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করব। আমার পক্ষ থেকে সবার জন্য ভালবাসা রইল।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড