• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শনিবার লঙ্কান সফরে যাবে জুনিয়র টাইগাররা

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ২২:২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল; (ছবি : সংগৃহীত)

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি চারদিনের এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী শনিবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব এশিয়া কাপের ব্যর্থতা ভুলে লঙ্কানদের সিরিজ হারাতে চায় জুনিয়র টাইগাররা।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। পাশাপাশি আরও ৫ ক্রিকেটারকে স্ট্যান্ড-বাই হিসেবে রেখেছেন নির্বাচকরা।

দেশের মাটিতে যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতের কাছে ২ রানে হারে বাংলাদেশ। সেই ক্ষত ভুলে নতুন করে এগিয়ে যেতে চান দলের অধিনায়ক তৌহিদ হৃদয়, 'যেটা চলে গেছে, সেটা নিয়ে থাকলে হবে না। এশিয়া কাপে যে ভুলগুলো করেছি সেগুলো শ্রীলঙ্কা সফরে শুধরে নিতে হবে। আমরা আমাদের সামর্থ্যের শতভাগ দিতে পারলে সিরিজ জেতা সম্ভব।'

আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৩০ অক্টোবর। পরের চারটি ম্যাচ যথাক্রমে নভেম্বরের ১, ৩, ৬ ও ৯ তারিখে। পরদিন দেশের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : তৌহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাজিদ হোসেন সিয়াম, প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, শামিম হোসেন, আকবর আলী, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, আসাদুল্লাহ হিল গালিব ও শাহিন আলম।

স্ট্যান্ড-বাই : প্রিতম কুমার, শাহাদাত হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড