• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ১২:৫২

খাওয়াজা ও হেড
খাওয়াজা ও হেড (ছবি : সংগৃহীত)

দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান। তাদের দেওয়া ৪৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে ১৩৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল অজিরা। বৃহস্পতিবার শেষ দিনে আরও ৩২৬ রানের জন্য অজিরা ব্যাটিং করতে নেমেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৭১ রান।

এর আগে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইমামুল হকের (৪৮) ও আসাদ শফিক (৪১) রানের উপর ভর করে পর ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে ইনিংস ঘোষণা করে।

বিশাল রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দেখেশুনেই করে উদ্ভোধনী জুটিতে ব্যাটিংয়ে নামা অ্যারন ফিঞ্চ ও উসমান খাওয়াজা। তবে দলীয় ৮৭ রানে ফিঞ্চ ৪৯ করে আউট হওয়ার পরেই আরও দুই ব্যাটসম্যান শূন্য রানে ফিরে যান। খাওয়াজা (৬১) ও ট্রাভিস হেড (৫৪) রান নিয়ে ব্যাট করতে নেমেছেন।

মূলত ওপেনার খাওয়াজা আর হেড এখন অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট বাঁচানোর লক্ষ্যে লড়াই করে যাচ্ছেন।

স্কোর:

পাকিস্তান-৪৮২ ডিক্লে. ও ১৮১/৬ ডিক্লে.

অস্ট্রেলিয়ার-২০২ ও ১৭১/৩ (৬১ ওভার)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড