• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোয়াইটওয়াশের বিশ্বরেকর্ড গড়ল পাকিস্তান

  অধিকার ডেস্ক    ২৩ জুলাই ২০১৮, ১৪:০৬

পাকিস্তান ক্রিকেট দল

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে সবকটি ম্যাচে হারিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ করার কীর্তি এখন পাকিস্তানের। রোববার বুলাওয়েতে ১৩১ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে সরফরাজ আহমেদের দল।

এই জয়ে সপ্তমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের রেকর্ড পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে ছাড়িয়ে সবার উপরে উঠে গেছে পাকিস্তান।

পাকিস্তান দল সব থেকে বেশি হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে। ২০০২, ২০০৮ এবং সবশেষ এই বছর এসে জিম্বাবুইয়ানদের লজ্জায় ডোবাল আনপ্রেডিক্টেবলরা।

তবে এই তালিকায় রয়েছে বাংলাদেশও। ২০০৩ এবং ২০০৮ সালে পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

এছাড়াও ২০০৩ সালে নিউজিল্যান্ডকে এবং ২০১৭ সালে শ্রীলঙ্কাকে এই লজ্জা দিয়েছে পাকিস্তান।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম এক হাজার রানের বিশ্ব রেকর্ডও গড়েছেন ফখর জামান। রবিবার শেষ ম্যাচে ৮৫ রানের ইনিংস খেলে এই রেকর্ড গড়েন তিনি। এছাড়াও ওয়ানডেতে অপরাজিত থেকে সবচেয়ে বেশি রানের রেকর্ডও এখন ফখরের দখলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড