• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসেছে দুর্গা মা, কাল ফিরব বাড়ি

  অধিকার ডেস্ক    ১৫ অক্টোবর ২০১৮, ১৬:৪২

দুর্গা
দুর্গা মায়ের আগমন হয়েছে আজ (ছবি: ইন্টারনেট)

আজ মহাষষ্ঠী।

কাল মহাসপ্তমী।

বাবার ছুটি হয়নি বলে এখন পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি।

আমরা খুব শহুরে হয়ে গেছি, আমরা খুব বড় হয়ে গেছি আগের মত পূজার আমেজ নেই মনে। আমরা যখন ক্লাস টু-থ্রিতে ছিলাম এখনও মনে আছে দুর্গাপূজার এক মাস আগে, প্রতিমা তৈরি করার জন্য অনেক দূর থেকে কারিগর আসত যারা প্রতিমা তৈরি শিল্পের সাথে যুক্ত।

তখন প্রতিমার মাটি, ছন ইত্যাদি আনার জন্য আমরা বেকুল হয়ে থাকতাম। একদিনে এমনও আছে মন্দিরে যেতাম আট থেকে নয় বার।

তখন কোনো ব্যস্ততা ছিল না, ছিল না কোনো ছুটি বা বন্ধের হিসাব। আজ আমরা শহুরে এখন আমাদের অনেক বাধাবিপত্তি। আমাদের এলাকায় আরও ৩ টা পূজা হয় এই পূজা নিয়ে স্কুলে চলত আমাদের নির্বাচন।

নির্বাচনটা এমন ছিল তোদের মন্দিরে ঝর্ণা নেই আমাদের মন্দিরে আছে, তোদের মন্দিরে পাহাড় নাই আমাদের আছে। এরকম শত শত কথার মাঝে নিজের মন্দিরকে সবার উপরে রাখতাম। যখন পূজা শুরু হতো অষ্টমীতে পুষ্প অঞ্জলি নেয়ার সময় পাঞ্জাবি পরা বিকালে চৌমুহুনিতে পূজা দেখার জন্য ছিল আলাদা পোশাক।

এভাবে চলত অষ্টমী আর নবমীর কথা কি বলব 'মা' বিদায়ের শেষ রাত। তখন চলত আরতি নাচ, গান, খেলা ইত্যাদির মাধ্যমে শেষ হতো নবমী।

এরপরের দিন মাকে বিসর্জন দিয়ে মন খারাপ করে বাড়ি ফেরা। আর মনে মনে ভাবতাম আসতে বছর আবার হবে।

এভাবে ছোট বেলার পূজাগুলো শেষ হতো।

কিন্তু যে দিন থেকে বাবার চাকরির জন্য বাড়ি ছেড়েছি সে দিন থেকে পূজার আর আমেজ নেই মনে।

আজ ষষ্ঠী। ঠিক এখন যদি বাড়ি থাকতাম কতবার যে মন্দিরে যেতাম আর কত শত পরিকল্পনা মাথায় আসত।

কাল বাড়ি ফিরব, কতকিছু মাথায় ঘুরছে। পুরাতন বন্ধুদের সাথে দেখা হবে, শত বছরের কথা শেষ করব, বড় দাদা–দিদিদের সাথে দেখা হবে।

সব মিলিয়ে খুব ভালো একটা মুহূর্তে যাবে আশা করি।

আসলে এভাবেই শহুরেদের পূজা যায় আর আসে। কাল বাড়ি ফিরব আজ আর ঘুম আসবে না। চোখে ভোর হলেই চলবে জামা-কাপড় গোছানোর পালা।

মনের মধ্যে একটা তাড়াহুড়ো কাজ করে।

মুন্না কর্মকার, এস এস সি পরীক্ষার্থী, সোনাগাজী সরকারী কলেজ, ফেনী

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড