• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরিসংখ্যানেও ভারতকে টক্কর দিচ্ছে পাকিস্তান

  ক্রীড়া ডেস্ক

২২ অক্টোবর ২০২১, ১৫:৩৬
ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত-পাকিস্তান ম্যাচ। (ছবি: সংগৃহীত)

ক্রিকেট মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হয় না বেশ কয়েকবছর ধরে। বাইশ গজ ছাড়িয়ে যে উত্তাপ তৈরি করে ভিন্ন আবহ। সে লড়াই থেকেই বঞ্চিত হয়ে আছে দু'দেশের সমর্থকরা।

একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। যার ফলে বন্ধ হয়ে গেছে দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট থাকলেই কেবল কালেভদ্রে মুখোমুখি হয় দুই দল।

চিরপ্রতিদ্বন্দী ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই এবার দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে আগামী রবিবার একে অন্যের মুখোমুখি হবে দুই দল। ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ের আগে চলছে শেষ মুহূর্তের চুলচেরা বিশ্লেষণ। বিশ্বকাপ পরিসংখ্যানে ভারতের ধারেকাছে নেই পাকিস্তান। দুই দেশের মোট পাঁচবারের লড়াইয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। পাঁচবারই জয়ী দলের নাম ভারত।

এবারও ফেভারিটের তকমা অধিনায়ক বিরাট কোহলির দলের গায়ে। তবে সাম্প্রতিককালের পরিসংখ্যানে পিছিয়ে নেই বাবর আজমরাও। গত এক দশকে টি-টুয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্সের বিচারে ভারতের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে পাকিস্তান। শেষ ১০ বছরে টি-টুয়েন্টি ক্রিকেটে ভারতের জয়ের হার যেখানে ৬৩.৫ শতাংশ, সেখানে পাকিস্তান জিতেছে ৫৯.৭ শতাংশ ম্যাচ।

আরও পড়ুন : মেসি-রোনালদোদের জন্য আতঙ্কের নাম বেনজেমা

গত ১০ বছরে কুড়ি ওভারের ক্রিকেটে পাকিস্তান মোট ১২৯টি ম্যাচ খেলেছে। যেখানে জেতা ম্যাচের সংখ্যা ৭৭টি। হেরেছে ৪৫টি ম্যাচে। ভারত গত ১০ বছরে মোট ১১৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৭৩টি। হেরেছে ৩৭টি ম্যাচ। পাকিস্তানের মতো তাদেরও মোট ২টি ম্যাচ টাই হয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড