• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোটি টাকা না পাওয়ার আফসোস মুস্তাফিজের

  ক্রীড়া ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান (ছবি : সংগৃহীত)

করোনায় বেশ কয়েকমাস পিছিয়ে থাকার পর অবশেষে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএর) ত্রয়োদশ আসর। ভারতেরর বদলে এ টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলের এ আসরে মুস্তাফিজুর রহমানকে দলে টানতে আগ্রহ দেখিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে বিসিবির ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি মুস্তাফিজের।

মূলত শ্রীলঙ্কা সফর থাকায় মুস্তাফিজকে বিসিবি ছাড়পত্র দেয়নি। এই সফর দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে পারেন- এমন আশায় আইপিএল ভুলে গিয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় তার এখন আফসোস হচ্ছে দুই কুল হারানোর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা সফর আপাতত বাতিল ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে মুস্তাফিজ বলেন, 'আমাদের সবার মন খারাপ। মাঠে ফেরার সুযোগ এসেছিল। টেস্ট খেলার আশায় প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সফর বাতিল হয়ে গেল। তাছাড়া আইপিএলের জন্য কলকাতা ও মুম্বাই থেকে যোগাযোগ করেছিল। আমাকে পেতে তারা খুবই উৎসাহী ছিল। এছাড়া ব্যাঙ্গালুরু থেকেও শেষ দিকে ফোন করেছিল। শ্রীলঙ্কা সফর না থাকলে হয়তো আমি ঠিকই চলে যেতাম আইপিএল খেলতে।'

আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সম্ভবত এ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। তবে সেখানেও কঠোর কোয়ারেন্টাইন মানতে হবে। ফলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজদের। তাই মাঠে ফেরার অনিশ্চয়তা নিয়ে মুস্তাফিজুর রহমান আরও বলেন, 'আইপিএলে গেলে যে সব ম্যাচ খেলতে পারতাম তা না। তবে দলের সঙ্গে থাকা হতো, প্র্যাকটিস করা যেত। নিজেকে ধীরে ধীরে তৈরি করতে পারতাম। এক সময় ম্যাচ খেলার সুযোগ চলে আসত। আমার ক্যাটাগরিতে প্রস্তাবটা ছিল ১ কোটি টাকার। সব মিলিয়ে খারাপই লাগছে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড