• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাটক জমিয়ে ড্র করল চেলসি-আর্সেনাল

  ক্রীড়া ডেস্ক

২২ জানুয়ারি ২০২০, ০৫:৩৭
চেলসি
ম্যাচের মুহূর্ত (ছবি: সংগৃহীত)

ম্যাচের ২৬ মিনিটেই ডেভিড লুইজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। চেলসির বিপক্ষে তাদের ঘরের মাঠ স্টামফোর্ডে ব্রিজে দুইবার পিছিয়ে পড়ে দুইবারই দুর্দান্তভাবে ঘুরে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় এক ম্যাচ উপহার দেয় চেলসি ও আর্সেনাল। চরম নাটকীয়তা শেষে এ দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ফলে সমান এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১০ মিনিটেই গোলের সুযোগ পায় চেলসি। তবে চেলসি ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোইয়ের বাড়ানো ক্রস বারে লাগলে এ যাত্রায় রক্ষা পায় আর্সেনাল।

২৬ মিনিটে গানাররা পরিণত হয় দশজনের দলে। ট্যামি আব্রাহামকে নিজেদের ডি-বক্সে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। এ পেনাল্টি থেকেই বল জালে জড়ান চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

১০ জন নিয়ে খেলেও দ্বিতীয়ার্ধে প্রথম গোলের দেখা আর্সেনালই পায়। ম্যাচের ৬৩ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান গাব্রিয়েল মার্টিনেলি। এরপর ৮৪ মিনিটে আবারও এগিয়ে যায় চেলসি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে এগিয়ে দেন সার আসপিলিকুয়েতা। তবে ৩ মিনিট পরই আবারও সমতায় ফেরে আর্সেনাল। এবার দলকে সমতায় ফেরান এক্তর বেইয়েরিন।

এ ম্যাচ শেষে ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে সমান ম্যাচে ৩০ পয়েন্ট পাওয়া আর্সেনালের অবস্থান দশম।

এছাড়া ২২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান দ্বিতীয়। আর ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লেস্টার সিটির অবস্থান তৃতীয়।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড