• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেকর্ড বইয়ে রোনালদোর ঘষামাজা

  ক্রীড়া ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১১:৩৭
রোনালদো
রোনালদো (ছবি : জুভেন্তাস টুইটার)

আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের রেকর্ড বইয়ে অসংখ্যবার নিজের নাম তুলেছেন পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘গোলস্কোরিং মেশিন’—নামটাকেও প্রতিদিনই নতুন অর্থ দিয়ে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফুল হয়ে ফুটেছিলেন, সৌরভ ছড়িয়েছেন রিয়াল মাদ্রিদে এসে। স্পেনে আলো ছড়িয়ে এখন ইতালি কাঁপাচ্ছেন। খেলোয়াড় হিসেবে প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রোনালদো। একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছেন। প্রিমিয়ার লিগ হোক আর স্প্যানিশ লিগ, কিংবা চ্যাম্পিয়নস লিগ বা আন্তর্জাতিক মঞ্চ, রোনালদোর নামের পাশে অবিশ্বাস্য কিছু সংখ্যা ছাড়া যেন কোনো রেকর্ড বই-ই পূর্ণ হয় না।

৩৪ বছর বয়সে এসেও গোলের ক্ষুধা আগের মতো রয়ে গেছে এ তারকা ফুটবলারের। জুভেন্তাসের হয়ে শেষ ম্যাচেও জোড়া গোলে দলকে এনে দিয়েছেন প্রত্যাশিত জয়। এর মাধ্যমে রেকর্ডবইয়ে ঘষামাজা করেছেন সিআর সেভেন।

রোনালদোর জোড়া গোলে রবিবার (১৯ জানুয়ারি) রাতে পার্মার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে জুভেন্তাস। ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে অনেক ঘষামাজা করেছেন রোনালদো। আর এ জয়ে সেরি আ লিগে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করল টানা ৮ বারের লিগ চ্যাম্পিয়ন জুভেন্তাস। ২০ ম্যাচে তুরিনের বুড়িদের পয়েন্ট দাঁড়াল ৫১।

চলতি মৌসুমে জুভিদের হয়ে রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৬টি। আর এর মাধ্যমে অনন্য এক অর্জন গড়লেন তিনি। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের সেরা তিন লিগ মিলিয়ে টানা ১৪ মৌসুমে কমপক্ষে ১৫ গোল করলেন পর্তুগিজ এ স্ট্রাইকার। এছাড়াও ৬০ বছর পর প্রথম জুভেন্তাস খেলোয়াড় হিসেবে শুরুর ২০ ম্যাচে ১৬ গোল করলেন রোনালদো। সর্বশেষ ১৯৬০ সালে আর্জেন্টাইন ওমর সিভোরি বুড়িদের হয়ে এ কীর্তি গড়েন।

আরও পড়ুন- জুভেন্তাসকে নিয়ে ছুটছেন রোনালদো

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড