• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ার্নের ক্যাপের মূল্য প্রায় তিন কোটি টাকা!

  ক্রীড়া ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৬:২১
শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার ওয়ার্ন (ছবি : সংগৃহীত)

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অস্ট্রেলিয়ান ক্রীড়াঙ্গন এগিয়ে আসে। ক্রিস লিন, ম্যাক্সওয়েল, ডি’আরচি শর্ট থেকে টেনিস তারকা অ্যাশলে বার্টিসহ বড় বড় তারকারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। এমতাবস্থায় ফান্ড তৈরি করতে নিজের ব্যাগি ক্যাপ নিলামে তুলেছেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।

ক্রিকেটারদের কাছে টেস্টে ক্রিকেটের এই ক্যাপটা খুবই মূল্যবান। ওয়ার্নের নিলামে তোলা ক্যাপটি ইতোমধ্যে ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশ টাকায় ২ কোটি ৯২ লাখের বেশি) মূল্য উঠেছে। যদিও নিলামের সময় রয়েছে আরও দুদিন। জানা গেছে, ওয়ার্নের পাশাপাশি দেশটির কিংবদন্তি পেসার জেফ থমসনও তার ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলেছেন।

এ দিকে ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলে ওয়ার্নই এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম পেয়েছেন। এর আগে ২০০৩ সালে ডন ব্র্যাডম্যানের ক্যাপ নিলামে তোলা হলে ৪ লাখ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার উঠে আসে।

৫০ বছর বয়সী ওয়ার্ন টেস্টে ৭০৮ উইকেট নিয়ে অজিদের সবচেয়ে সফল বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন। এছাড়া টেস্ট ইতিহাসে সবচেয়ে সেরা স্পিনার হিসেবেও মনে করা হয় তাকে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড