• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথম দিনে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

  ক্রীড়া ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ০৩:৫৫
দক্ষিণ আফ্রিকা টেস্ট
ম্যাচের দৃশ্য (ছবি: সংগৃহীত)

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে প্রোটিয়া বোলারদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনে স্কোরবোর্ডে ২৬২ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডের ওপেনাররা। স্কোরবোর্ডে ৮ রানে উঠতেই জ্যাক ক্রাউলিকে ডি ককের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান ফিল্যান্ডার। এরপর ৬১ রানে আরেক ওপেনার ডোমিনিককে একইভাবে আউট করেন রাবাদা। আউট হওয়ার আগে এ ওপেনার করেন ৩৪ রান।

জো ডেনলি, জো রুট, বেন স্টোকস, জস বাটলাররা ক্রিজে এসে সেট হয়ে আউট হয়ে যান। ডেনলি ৩৮, রুট ৩৫, স্টোকস ৪৭ ও বাটলার করেন ২৯ রান। লোয়ার অর্ডারে স্যাম কারান, ডোমিনিক বেস ও স্টুয়ার্ড ব্রডও দ্রুত ফিরে যান। বাকিদের আসা-যাওয়ার মিছিলে একা ক্রিজে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ওলি পোপ। শেষ উইকেটে অ্যান্ডারসনের সঙ্গে ২৮ রানের জুটি গড়ে দলকে প্রথম দিনেই অলআউট হওয়া থেকে রক্ষা করেন এ ব্যাটসম্যান। পোপ অপরাজিত আছেন ৫৬ রানে আর অ্যান্ডারসন অপরাজিত ৩ রানে।

দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং করা পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছে। ফিল্যান্ডার, রাবাদা, নর্টজে ও প্রিটোরিয়াস প্রত্যেকের শিকার ২টি করে উইকেট। বাকি এক উইকেট শিকার করেন কেশব মাহারাজ।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড