• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের আলোচিত সেই ক্রিকেটার খেলবেন যুব বিশ্বকাপ

  ক্রীড়া ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৫
নাসিম শাহ
পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ (ছবি: সংগৃহীত)

সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবন টেস্টে অভিষেক হয় পাকিস্তানি পেসার নাসিম শাহর। অজিদের বিপক্ষে সর্বকনিষ্ঠ হিসেবে সাদা পোশাকে অভিষেক হয় ১৬ বছর বয়সী এ তারকার। এত কম বয়সে জাতীয় দলে খেলে আলোচনার জন্ম দেন নাসিম শাহ। এছাড়া অভিষেকেই বল হাতে গতির ঝড় তুলে সবার নজর কাড়েন তিনি। এরপর বয়স নিয়ে বিতর্ক হওয়ার কারণে আবারও আলোচনায় আসেন নাসিম শাহ। ইতোমধ্যেই জাতীয় দলে খেলা পাকিস্তানের আলোচিত এ ক্রিকেটার এবার খেলবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বসবে অনূর্ধ্ব-১৯ দলের যুব বিশ্বকাপ। এ বিশ্বকাপকে সামনে রেখে এখনই দল গোছাতে শুরু করেছে পাকিস্তান। শীঘ্রই অনুশীলনও শুরু করবে তারা। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগ দিবেন নাসিম শাহও। নাসিম শাহকে দলে নেওয়ার ব্যাপারে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ ইজাজ আহমেদ বলেন, ‘সে হচ্ছে আমার প্রধান অস্ত্র। এই বিশ্বকাপে তাকে আমার খুব প্রয়োজন। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে সে। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে আমাদের প্রধান অস্ত্র হবে স্পিন। কন্ডিশন অনুসারে পাকিস্তানের পেস ডিপার্টমেন্ট সামলানোর জন্য রয়েছেন মোহাম্মদ আব্বাস এবং শাহিন আফ্রিদি।’

এ ব্যাপারে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ উল হকের কাছে এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে জানিয়ে ইজাজ বলেন, ‘আমি মনে করি নাসিমকে ব্যবহার করার মতো কন্ডিশন রয়েছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে। যখন প্রয়োজন হবে, তখন তাকে নেওয়া যাবে। তবে এই মুহূর্তে আমাদের সামনে দক্ষিণ আফ্রিকায় অন্যতম সেরা একটি ইভেন্ট (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) রয়েছে। যেখানে তাকে আমার খুব প্রয়োজন। আমি প্রধান কোচ মিসবাহকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড