• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিংবদন্তি সাঈদ আনোয়ারের রেকর্ড ভাঙলেন ফাওয়াদ

  ক্রীড়া ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ২১:৪১
ফাওয়াদ আলম
উমর আকমল ও ফাওয়াদ আলম (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার ফাওয়াদ আলম। তারই ধারাবাহিকতায় সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের রেকর্ড ভেঙে পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

সাঈদ আনোয়ারের চেয়ে ৩৮ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন ফাওয়াদ আলম। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬২ ম্যাচ খেলে ১১ হাজার ৮৩০ রান করেছেন ফাওয়াদ। অন্যদিকে ২০০ ম্যাচ খেলা সাঈদ আনোয়ারের রান ১১ হাজার ২১৩। এ তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন ইমরান ফরহাত ও ফয়সাল ইকবাল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫১ ম্যাচ খেলে ১০ হাজার ৭৭২ রান করেন ইমরান ফরহাত। ১৬৭ ম্যাচ খেলে ১০ হাজার ৩৮৪ রান করেন ফয়সাল ইকবাল।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানি ব্যাটসম্যানও ফাওয়াদ। তার সেঞ্চুরি সংখ্যা ৩২টি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইমরান ফরহাতের সেঞ্চুরি ৩০টি। অন্যদিকে সাঈদ আনোয়ারের সেঞ্চুরি ২৬টি।

পাকিস্তানের জার্সিতে ৩টি টেস্ট ও ৩৮টি ওয়ানডে ও ২৪টি টি-টুয়েন্টি খেলেছেন ফাওয়াদ। টেস্ট ২৫০, ওয়ানডেতে ৯৬৬ ও টি-টুয়েন্টিতে ১৯৪ রান করেন এ ক্রিকেটার।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড