• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেস্কটপ ও ল্যাপটপের জন্য মেসেঞ্জার অ্যাপ

  প্রযুক্তি ডেস্ক

০৪ এপ্রিল ২০২০, ১৭:৫৬
মেসেঞ্জার
মেসেঞ্জার (প্রতীকী ছবি)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী গৃহবন্দী হাজার হাজার মানুষ। কাজের জন্যই হোক কিংবা আড্ডায় বেড়েছে ফেসবুক মেসেঞ্জার এর অডিও এবং ভিডিও কল। এ ক্ষেত্রে বিভিন্ন ব্রাউজারে মেসেঞ্জার ব্যবহার করা গেলেও মোবাইলের মতো সব সুবিধা মিলে না। তাই ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে এবার ল্যাপটপ ও ডেক্সটপ এর জন্য ডেডিকেটেড মেসেঞ্জার অ্যাপ নিয়ে এলো ফেসবুক।

এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের চেয়ে অনেক বড় পর্দায় এখন খুব সহজেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

এই মেসেঞ্জারে যদি আগে থেকেই কারো সঙ্গে যুক্ত থাকেন তাহলে ল্যাপটপের অ্যাপ্লিকেশনে আপনি স্বয়ংক্রিয়ভাবেই তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন। কোনো ফোন নাম্বার, ইমেইল বা কোনো নতুন পরিসেবাতে সাইন আপ করার দরকার নেই। একই সঙ্গে কম্পিউটারে অন্য কাজ করতে করতেও এই অ্যাপ্লিকেশনে সংযুক্ত থাকা যাবে, যা স্মার্টফোনে সম্ভব নয়।

আরও পড়ুন : একটি দুটি নয়, বিশ্বজুড়ে ছড়িয়েছে ৮ প্রজাতির করোনা ভাইরাস!

মেসেঞ্জারের হিস্ট্রির কোনো ক্ষতি না করেই সহজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাওয়া যাবে। পাশাপাশি মেসেঞ্জারের অন্যান্য সুবিধা যেমন: ডার্ক মোড এবং জিআইএফও পাওয়া যাবে এতে।

মাইক্রোসফট স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর থেকে ডেস্কটপ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড