• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া দ্রুত প্রত্যাহার করা উচিত

  আবু হানিফ

১১ আগস্ট ২০২০, ২০:৪৭
অধিকার

দেশের কোথাও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যে সব শর্ত অনুসরণ করে বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল তা মানা হচ্ছে না। শুধু বাড়তি ভাড়া আদায় করা ছাড়া আর কোন নিয়মই মানা হচ্ছে না। আগের মতোই গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। আবার এই করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের বর্ধিত ৬০ শতাংশ ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে অধিকাংশ রুটে। এতে করোনা সংকটে কর্মহীন ও আয় কমে যাওয়া সাধারণ মানুষের যাতায়াত দুর্বিসহ হয়ে উঠেছে।

যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে রীতিমতো হিমসিম খাচ্ছে মানুষ।

সাধারণ মানুষের কথা চিন্তা না করে সরকার পরিবহন মালিকদের স্বার্থে ভাড়া বাড়িয়ে ছিলো। অথচ অন্য কোন দেশে ভাড়া বাড়ানোর নজির নাই।

এই সুযোগে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিবহনে দ্বিগুণ ভাড়াও আদায় করছে অথচ মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। যার ভুক্তভোগী সাধারণ মানুষ।

অন্য দিকে করোনার কারণে কর্মহীন হয়েছে অনেক মানুষ,আয় কমেছে অনেকের। কিন্তু পরিবহনে যেমন ভাড়া বেড়েছে তেমনি বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের। ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে বর্ধিত ভাড়া দ্রুত সময়ের মধ্যে কমানো উচিত।

লেখক : আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
চলমান আলোচিত ঘটনা বা দৃষ্টি আকর্ষণযোগ্য সমসাময়িক বিষয়ে আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই, সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড